ভৈরবের কালিকা প্রসাদে ডাকাত ধরা পড়লো
অনেক দিন ধরে ভৈরব উপজেলায় ডাকাতির পরিমার বেড়েই চলেছে
গতকাল শুক্রবার রাতে ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের পুলতাকান্দি গ্রাম ও আদর্শ পাড়া গ্রামের মধ্যস্থ জায়গা থেকে ডাকাতকে ধরে। ঐ জায়গায় ডাকাতি করতে যায় ঐ সময় গ্রাম বাসিরা তাদেরকে দাওয়া করে । বাকি ডাকাত গুলো পালাই গেলেও গ্রাম বাসি এক জন ডাকাতকে ধরতে সক্ষম হয়।
গ্রাম বাসির কাছ থেকে জানা যায় ডাকাতের বাড়ি ভৈরব আলু কান্দা
গ্রাম বাসি জানান, চন্ডিবের, আলু কান্দা, শিমুল কান্দি, কালিকাপ্রসাদ, আদর্শ পাড়া ব্রিজের উপর রাত ৯টার পর প্রয় সময় তাদেরকে পাওয়া যায়।
গ্রাম বাসিরা জানান ,সরকারি প্রশাসন বাহিনী কাছে একটাই দাবি । তারা জেন আমাদের নিরাপত্তার ব্যাবস্তা করে
BDnews24hour.com Facebook page here
suggest : ভৈরবের আগানগর ইউনিয়নের জগমোহনপুর মোরে ভাঙ্গা খুঁটিতে ট্রান্সফরমার,যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা
Leave a Reply